Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’১৯ উদযাপন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’১৯ উদযাপন

চট্টগ্রাম, ১৭ মার্চ ২০১৯

শিশুদের কলকাকলিতে মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ’১৯।  কেজি থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই দিবসটির উদযাপনে ছিল- আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরে সাংস্কৃতিক আয়োজনে ছিল আবৃত্তি, নাচ, গান ও অভিনয়। অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন ছিল জাতির পিতা ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পরিশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Total Views : 179