Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
ফল প্রদর্শনী ২০১৯

ফল প্রদর্শনী ২০১৯

চট্টগ্রাম, ১৯ জুন ২০১৯।
১৯ জুন ২০১৯ খ্রিঃ বুধবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দেশি-বিদেশী বিভিন্ন ফল সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করিয়ে দিতে এক ফল প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল ৮.৩০ ঘটিকায় অধ্যক্ষ মহোদয় লে. কর্নেল রকিব উদ্দিন আহমেদ, পিএসসি অনুষ্ঠানটি উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, কমলা, আপেল, নারকেল, জাম্বুরা, বড়ই, পেঁপে, আখ, আমলকি, আনারস, বাঙ্গি, কামরাঙ্গা, কাউফল, ডেউয়া, তরমুজ, ড্রাগন ফল, খেজুর, গাব, জামরুল, ডালিম, লুকলুকিসহ ৩৭ ধরণের ফল প্রদর্শিত হয়। ফলগুলোর প্রচলিত নাম, ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম, পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধে ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। সকল শ্রেণির শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে এ প্রদর্শনী উৎসাহের সাথে উপভোগ করে। সকাল ১০.০০ ঘটিকায় গানার্স ইংলিশ স্কুল ও সকাল ১১.০০ ঘটিকায় শহিদ লে. জি.এম মোহাম্মদ মুশফিক বীরউত্তম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠানে ফল প্রদর্শনী পরিদর্শন করতে আসে। পরিদর্শনকারী প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য অত্র প্রতিষ্ঠানকে সাধুবাদ জানায়। দুপুর ০১.৫৫ ঘটিকায় প্রদর্শনী শেষ হয়।

Total Views : 741