Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

চট্টগ্রাম, ১৭ এপ্রিল ২০২৪
১৯৭১ সালে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈধ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল। পরে জায়গাটির নামকরণ করা হয় মুজিব নগর। প্রতি বছর ১৭ এপ্রিল এই দিবসটি মুজিব নগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আজ যথাযথ মর্যাদায় এই দিবসটি পালিত  হয়; অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ মোনাজাত। শিক্ষকগণ দিবসটির পটভূমি, মুজিবনগর সরকারের ভূমিকা   নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন- রাষ্ট্র পরিচালনার জন্য সরকার যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি তৎকালীন অবস্থার প্রেক্ষিতে যুদ্ধ পরিচালনা ও বন্ধু রাষ্ট্রের সাথে সমন্বয় সাধনের জন্য মুজিব নগর সরকার গঠন অপরিহার্য ছিল। তিনি উপস্থিত সকলকে জাতীয় দিবস সর্ম্পকে জানার জন্য পত্রিকা ও বই পড়ার জন্য উদ্বুদ্ধ করেন। প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ কাউছার আলম এর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

Total Views : 258