Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন

বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন

চট্টগ্রাম, ১৪ এপ্রিল ২০২৪
বাংলা নতুন বর্ষ-১৪৩১ কে সাড়ম্বরে বরণ করে নিল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিবার। বছর ঘুরে আবারো এলো বাঙালির প্রাণের উৎসব-পহেলা বৈশাখ। মোগল সম্রাট আকবরের হাত ধরে বাঙালি পেয়েছে সৌর সন বা বঙ্গাব্দ। প্রজাদের খাজনা দেয়ার সুবিধার্থে এই বঙ্গাব্দের সূচনা। আর বাঙালি জাতি পেয়েছে পহেলা বৈশাখ অর্থাৎ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। এটি বাঙ্গালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। আয়োজনের শুরুতেই ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত ও বর্ষবরণ সংগীতের মধ্য দিয়ে আহ্বান করা হয় নতুন বর্ষকে। এছাড়াও কবিতা আবৃত্তি ও আলোচনায় উঠে আসে এ দিবসটির ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব। বর্ষবরণের বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 

Total Views : 164