Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ..

শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ..

চট্টগ্রাম, ১৭ মার্চ ২০২৪
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সকাল ১০৩০ টায় অধ্যক্ষ মহোদয় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় উপাধ্যক্ষ মহোদয় বলেন, বাংলার প্রতিটি মানুষ সত্য, সুন্দর, দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক হলেই দেশ সোনার বাংলায় পরিণত হবে। আর এই সোনার বাংলার স্বপ্নদ্রষ্টাই আমাদের জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনে দেশের অগ্রযাত্রায় সামিলের মাধ্যমেই বঙ্গবন্ধু ও শহিদের আত্মা শান্তি পাবে। তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহিদ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ কাশেম, একাদশ শ্রেণির শিক্ষার্থী মুনতাহিনা তৈয়বা এশা ও ১০ম শ্রেণির শিক্ষার্থী নূহা তাজরিন। অনুষ্ঠানসূচির মধ্যে আরো ছিল: বঙ্গবন্ধু’র জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, দলীয় গান, আবৃত্তি, নৃত্য, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জন্মদিনের অনুষ্ঠানসমুহে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১৭ ই মার্চ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের আয়োজন ছাড়াও ক্যাম্পাসের বাহিরে দু’টি স্থানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ১. রেডিসন ব্লু-তে ২০ জন শিক্ষার্থী, ২. জিয়া স্মৃতি জাদুঘর-এ ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে অংশগ্রহণ করে।
 

Total Views : 36